Login Register
মুগ্ধবাংলায় এবার অনলাইন নতুন বই পড়া যাবে!!!

গত দুই মাস ধরে চেষ্টার পর অবশেষে আজ, ৪র্থ আগস্ট মুগ্ধবাংলার সফটওয়ার আপডেট করলাম! তবে পুরোটাই গঠনগত আপডেট! এইবার মুগ্ধবাংলায় সদস্যরা নতুন ই-বই অনলাইনে পড়তে পারবেন যদি বইয়ের পাতা আমাদের সার্ভারে আপলোড করা হয়! কেন এই নতুন ব্যবস্থাপনা? আর কিভাবে হবে এই নতুন ব্যবস্থাপনা?

মুগ্ধবাংলার সদস্যদের এই সাইট থেকে ডাউনলোডের একমাত্র বিনিময় মাধ্যম হচ্ছে ক্রেডিট---আর ক্রেডিট জমানোর যে গুটিকয় পন্থা রয়েছে, তা হল, নিয়মিত লগিন করা লগিন বোনাসের জন্য, আর তিনি যদি ইচ্ছে করেন, অ্যাডসাপোর্ট চালু করে পেজ সার্ফ করলেই অ্যাডক্রেডিট যা পরবর্তীতে এক-পঞ্চমাংশ হয়ে ক্রেডিটে রুপান্তরিত করা যাবে।

এখন সমস্যা হল, মুগ্ধবাংলায় যে সব আনকোড়া নতুন বই পাবলিশ হয়েছে, তার অনেকগুলির সম্পর্কেই অনেকের পুর্বে ধারনা নাও থাকতে পারে, ফলত, ক্রেডিটযুক্ত বই ডাউনলোড করতে ইতস্তত বোধ করা স্বাভাবিক! "এত কষ্টের জমানো ক্রেডিট খরচ করে ডাউনলোড করবো? যদি ভালো না লাগে?" বইয়ের প্রচ্ছদ দেখে বা বিবরণ থেকে যথেষ্ট ধারণা হওয়া কঠিন!

এ তো গেল বই পাবলিশের পরের কথা, অনেকেই এই সাইটে সপ্তাহান্তে বা মাসে একবার প্রবেশ করেন, দেখেন নতুন কিছু এলো কিনা। কিন্তু যারা নিয়মিত প্রবেশ করেন, তারা অনেক সময় দিনের পর দিন এখানে এসে হতাশ হন। "আবার কবে নতুন কিছু পাবো কে জানে?" আসলে, এক একটি বইয়ের পাতা সংখ্যা কম নয়! শুধু কমিকস অনুবাদের ক্ষেত্রেই মাসাধিক কাল সময় লেগে যেতে পারে একটা কমিকস অনুবাদ করতে গিয়ে। এইসব অসুবিধা দূর করতে আর সদস্যদের নিয়মিত এই সাইটে আনাগোনা বজায় রাখতেই এই নতুন ব্যবস্থা।

এই নতুন ব্যবস্থায়, প্রথমে যিনি আপলোড করবেন, তিনি সম্পুর্ণ বই অনুবাদ করে আপলোড করার আগেই বইয়ের এক একটা পাতা আলাদা আলাদা করে এই সাইটের সার্ভারে আপলোড করেতে পারবেন। এজন্য তাকে, কাঙ্ক্ষিত বিভাগে গিয়ে "New Topic" এর পরিবর্তে "New Book" এ গিয়ে আগের মতই টপিক সম্পর্কিত বিবরণ দিতে হবে। এরপর টপিকটা পোস্ট করার পর 'view topic' এ গেলে "Add Page" অপশনটি পাবেন। সেখানে গিয়ে এক এক করে পাতা আপলোড করতে হবে।

নিয়ম==========

১। প্রতিটা বইয়ের পাতার ইমেজ jpg, jpeg বা png ফরম্যাটে হতে হবে। ফাইলের আকার সর্বাধিক 1MB হতে পারে।

২। "New Book" অপশনে "Total Pages" নির্দিষ্ট করে দিতে হবে। অবশ্য এটা পরে পরিবর্তন করা যাবে।

৩। প্রতিটা পাতা পড়ার দরুণ পাঠককে ১ ক্রেডিট করে হারাতে হবে। সুতরাং যত পাতার বই, তত ক্রেডিট লাগবে পড়তে!

৪। বইটি সম্পুর্ণ হয়ে গেলে বইয়ের লিঙ্ক অ্যাড করা যাবে। তখন ওই বইয়ের পাতাগুলি মুছে ফেলতে হবে যাতে সার্ভারের স্পেশ বাঁচানো যায়। নতুন বইয়ের লিঙ্ক এসে গেলে, সেটি ডাউনলোডের জন্য পাঠককে ক্রেডিট খরচ করতে হতে পারে!

এবং সর্বশেষ কথা, কেউ যাতে এই পাতাগুলি ডাউনলোড করে নিজের মত বই বানিয়ে অন্য কোথাও শেয়ার না করতে পারে, তার জন্য পাতাগুলিতে জলছাপ দেওয়া যেতে পারে, কিন্তু বইতে (pdf/cbr/cbz) জলছাপ দেওয়া যাবে না।

এবার প্রশ্ন উঠতে পারে, একই বই পড়ার পর ডাউনলোডের জন্য আবার ক্রেডিট খরচ করব? সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা! দরকার হলে প্রথম কয়েক পাতা পড়ুন, ইন্টারেস্টিং মনে হলে ইবই আসার পর ডাউনলোড করে নেবেন।

এতে লাভটা কি হল? আপনি প্রতিদিন এই সাইটে আসবেন! আমাদের আপলোডাররা নতুন কি করছেন জানতে পারবেন। কি তাই না?

4th August, 2019 6:51 PM
Comments
#1

বাহ,,,বেশ ভালো উদ্যোগ।আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না।হ্যাঁ,,আমার মনে হয়,এই নতুন ব্যবস্থার ফলসরূপ সাইটে মেম্বার্স এক্টিভিটি আগের চেয়ে অনেক বাড়বে।আশা করি,এতে সাইটের যথেষ্ঠ উন্নতি হবে।আমার একটা প্রশ্ন আছে,,ধরুন,আমি কোনো কমিক্সের প্রথম কয়েক পাতা পড়ে রেখে দিয়েছি,পরে যদি আমি ঐ কমিক্সের পরবর্তী পাতা গুলো পড়তে চায় তাহলে কি আমাকে আগে পড়া পাতাগুলোর জন্যও ক্রেডিট খরচ করতে হবে???


5th August, 2019 4:05 AM
#2

খুবই ভালো উদ্যোগ। এরকম কিছু করার খুবই দরকার ছিল। কারণ অনেকদিন পরপর কোনো কমিক্স পাওয়ার চেয়ে এক দুই পাতা প্রতিদিন পড়াও মজাদার


5th August, 2019 2:52 PM
#4

@Herry_Potter, এই সাইটে একই জিনিসের জন্য দুবার যাতে ক্রেডিট খরচ না করতে হয় তার ব্যবস্থা করা আছে। ডাউওনলোড বা অনলাইন পড়া দুটোর ক্ষেত্রেই একবার ক্রেডিট খরচ করলে দ্বিতীয়বার আর ক্রেডিট লাগে না। ওই লিঙ্ক থেকে আপনি যতবার খুশী ডাউনলোড করতে পারেন। তেমনি একবার যে পাতা ক্রেডিট খরচ করে পড়লেন, তা যতবার খুশী পড়তে পারেন, দ্বিতীয়বার ক্রেডিট লাগবে না!


5th August, 2019 8:46 AM
#5

খুব ভালো আর মজাদার একটা উপায় বের করেছেন দাদা। এরকম একটা জিনিসের খুব দরকার ছিল। আশা করি আপনার এই ব্যাবস্থা খুব গ্রহনযোগ্য হবে।


9th August, 2019 5:00 PM
Pages First 1  2   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)